বড় যতন করে রাখি এই অন্তরে
বড় যতন করে রাখি এই অন্তরে
কত না মায়ার বাঁধনে
ভুলি তোরে কেমনে
ও ও ও ও ভুলি তোরে কেমনে



সাজাইয়া রঙিন ফুলে আমার এই অন্তর
কার বুকে গড়লিরে তুই সুখেরি বাসর
ও ও ও ও সাজাইয়া রঙিন ফুলে আমার এই অন্তর
কার বুকে গড়লিরে তুই সুখেরি বাসর
ও ও ও ও তোর বিরহে আমি কাতর
তোর বিরহে আমি কাতর শূণ্য ভূবনে





নিঃশ্বাসে নিঃশ্বাসে টানি তোর প্রেমেরি ঘ্রাণ
বিচ্ছেদের এই জ্বালা বুকে হয়না অবসান
ও ও ও ও নিঃশ্বাসে নিঃশ্বাসে টানি তোর প্রেমেরি ঘ্রাণ
বিচ্ছেদের এই জ্বালা বুকে হয়না অবসান
ও ও ও ও ভালোবাসার জীবন বাগান
ভালোবাসার জীবন বাগান পুড়ে শ্বশানে