আমার দাদার বাড়ি নরসিংদী. আমার জন্ম নারয়ণগঞ্জ. তবে ছোটবেলা প্রায়ই দাদাবাড়ি যেতাম. অনেক মজা হতো. চাচাতো, ফুফাতো ভাই বোনেরা মিলে অনেক ধরনের খেলা খেলতাম. তবে সবাই আমাকে দুধভাত রাখত কারণ ভালো ভাবে পারতাম না কোনো খেলাই. তবে দুস্টামির বুদ্ধিতে কেউ আমাকে টপকাতে পারত না. একবার
আমার এক চাচাতো বোন নাম শাহিনুর, ওকে বললাম আয় তোর চুল ববকাট করে দেই, বোন খুব
খুশি চুল ববকাট হবে. যাই হোক আমার মিশন শুরু করলাম, কিছু ছাট দেওয়ার পর মাথায় দুস্টামি শুরু
হলো. ওর মাথার চুলের গুঁড়া  থেকে চাষতে লাগলাম .শাহিনুরের মাথা এমন অদ্ভুত দেখা যাচ্ছিল যে ভয়ে আমি  লুকিয়ে গেলাম. এসব কথা মনে পড়লে অনেক হাসি আসে. মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো ......