আধারে এখন আমার বড্ড ভয়,
নিরব নিশিতে একা হা-হুতাস
অসুস্থ মস্তিষ্কে শত প্রশ্নের আশ্রয়।


আসবি কবে আর?
এ জীবনে কি শেষ হবে অপেক্ষার প্রহর,
ওরা আমায় ঘুমাতে দেয় না
একের পর এক প্রশ্নের লহর।


মাঝে মাঝে  চাঁদ দেখে রাত কাটাই
আজ আমাবস্যার আকাশ ঘুটঘুটে কালো,
ভয়ে গা শিউরে উঠে
এ বুঝি অসুস্থ মস্তিষ্কে প্রশ্নরা ছুটে এলো।


আবারো ভয়ে আত্রে উঠি
শিউরে উঠি বিছানার এক কোণে,
পরে রয় আমার ভীতি ময় দেহ
আর প্রতি সেকেন্ডে বছর গুনে।


২৮৮০০ বছরে রজণী কাটে আমার
আমি পাগল পাগল হয়ে যাই,
কোথা  আছিস আয় নীড়ে
কষ্টে আছি বুকে এসে বাঁচা আমায়।


এ আধার সহ্য হয় না
জেনো  মৃ্ত্যু মিছিল দল বেঁধেছে,
ধরবে আমায় কঠিন থাবায় ছিঁড়ে পুরে গিলে খাবে।


আর পারিনা আমি আর পারিনা আর পারিনা,
আমি বাঁচিবার চাই,তুই পাশে আয় দুজন মিলে
আধার নিশি রঙ্গে  সাজাই।