উন্নয়নে বাশ
কবিঃ তাওহীদুল ইসলাম তুহিন


গ্রাম অথবা শহর বন্দর
উঠছে গড়ে বহুতল
রাস্তা ঘাটে খালে বিলে
উন্নয়নের দিন বদল।


রড যেখানে বহু দামী
বাশ সেথায় মূল্যহীন
বহু টাকার মালিক ওরা
টাকার বিষয় অর্থহীন।


রাস্তা এখন হয়না পিচে
ভিটুমিনের দাম জানেন?
কংক্রিটের ঢালাই হবে
রডের বদল বাশ দিবেন!


করছে চুরি বাড়ছে ভুড়ি
চুরির টাকায় খেলছে তাস
সব দেখেও বলবে কে আর
ওরা, উন্নয়নে দিচ্ছে বাশ!