একবার ভালবেসে দেখ,
তোমার নামে ফুটাবো হাজারো ভালবাসার
লাল গোলাপ,
এই কণ্ঠে আবৃতি করবো তোমার প্রিয় সব পঙ্‌ক্তিমালা।
আমি লিখে যাব অনবদ্য সব চরণ মালা,
তোমার মনের নদীর উত্তাল ঢেউয়ে ভাসাবো
প্রেমের ভেলা।


একবার ভালোবাসে দেখ,
কবিতার পান্ডুলিপি জুড়ে ঝড়ে পড়বে বৃষ্টির
অজস্র ধারা,
হবে না মনের ওই জমিনে অনাবৃষ্টি কিংবা খরা।
ঘন অন্ধকার নেবে না কখনো তোমার পিছু,
ভালবাসা জোছনায় তোমার চোখ দেখবে আলোক
উজ্জ্বল সবকিছু,


একবার ভালবেসে দেখ,
সন্ধ্যাতারা জলজল করে জলবে তোমার  মনের আকাশদেশ,
তোমার চুম্বনে এই মুখে ফুটবে ভাষা অনায়াসে।
মরা গাঙে জেগে উঠবে ঢেউয়ের গরজন,
হবে শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ।
হৃদয়ে হৃদয়ে অঙ্কুরিত হবে কবিতা,
মনের আরশি খোদায় করবো তোমার ছবিটা।


একবার ভালোবাসে দেখ,
মনের মাঝে সুপ্ত প্রতিভা মোর খুঁজে পাবে প্রাণ,
লিখতে পরবো অজস্র প্রেমের কবিতা ও গান।
আমার আঙুলগুলো হবে জাদুর ঝিলিক মাখা,
এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে জুঁই আর চাঁপা।


একবার ভালোবেসে দেখ,
তোমার মনের বাগানে এক লক্ষ একটি গোলাপ ফুটাবো,
প্রলাপচারিতার মাঝে সহস্র বার ভালবাসি বলবো।
অনায়াসে তোমার অনুভূতি  সঞ্চারিত করবো।
শুধু একবার ভালোসেবে দেখো আমায়!!!