সত্য বৈচিত্র্যময় এই মধ্যরাতের,
কেও সপ্নে ভিভর সুন্দর এক প্রভাতের।
কেও ভালবাসার মানুষটি নিয়ে আছে সব ভুলে,
কেও অশ্রুসিক্ত যার ভালবাসার মানুষটি গেছে চলে।
কেও আপন নিড়ে দিয়েছে সস্তির ঘুম,
কেও  দুঃচিন্তা নিয়ে পার করছে রাত নির্ঘুম।
কেও বারবার বারান্দার গ্রীলে গিয়ে দাঁড়াই,
কেও জোছনা ধরার প্রয়াসে বিফল হাত বাঁড়াই।
কেও নিজের মত অর্থহীন স্বপ্নে আছে বিভর,
কেও নীরাবতা  সঙ্গী করে কাটাচ্ছে দুঃসহ প্রহর।
কেও ব্যাস্তু প্রিয় মানুষটির সাথে দীর্ঘ ফোনাআলাপে,
কেও সময় পার করছে অপ্রয়োজনীয় সংলাপে।
কেও খোলা আকাশের নিচে মাখছে জোছনা গায়ে,
কেও ঘাসের চাদরে হেঁটে নিশির শিশির তুলছে পায়ে।
কেও দেখছে চাঁদের নিচে ভেসে বেড়ানো সাদা মেঘের এক খন্ড,
সবকিছুই যেন ভোরের স্নিগ্ধ আলোর ছটায় হয়ে যাই লন্ডভন্ড!!


রচনাকাল :
০৭-০৯-২০১৭
৭.৩৫ এ,এম