আমি ঘুমাতে চাই,
তোমরা আমাকে একটু ঘুমাতে দাও,
চোখের নিচে কালো রেখা, সহস্র যুগ ঘুমাইনি।
       আমি একটু শান্তিতে ঘুমাতে চাই।
আমি তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন পুরীর ঘুমের রাজ্যে
   যেতে চাই,
        আমার দলছুট নিষ্পাপ আবেগ,
অচেনা সীমাহীন শূন্যতা!
    আমি রংহীন রংধনুরুপ,
            পাথরের রাস্তার মরীচিকা।
সহস্রাব্দের নিষ্ঠুরতা,
আমাকে অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে।


আমার সুমুদ্দুর শুকিয়ে কাঠ,
        চৈত্রের নির্মম সখ্যতা।
আমার পঞ্জিকায় বসন্ত অতীত,
আমার ফুসফুসের সমস্ত অক্সিজেন নষ্ট,
নিঃশ্বাসে নিকোটিনের বিশ্রী ঘ্রাণ,
          দূষিত করি বিদেহী আত্মা।
   মস্তিষ্ক মাদকের নির্ভয় আড্ডা।
আমি রুক্ষ তৃষ্ণার্ত বালক,
বাঁচবার একফোঁটা জল চাই,
আমি একটু শান্তি চাই তোমাদের কাছে,
তোমরা কি পারবে দিতে,
     একটু নিরাপত্তার প্রতিশ্রুতি ?
যখন দুর্বৃত্তায়নের এ জনপদ বড় কঠিন।
এখানে ভিড়ের মাঝে অসংখ্যা নেকড়ে,
মৃত লাশের মাংশ খুবলে খেতে ঘুর ঘুর
    করছে চার-পাশে,


এখানে,
অবলীলায় ধর্ষক হেটে চলে লক্ষ্য
       স্থির নিশানায়,
নির্যাতনের তালোয়ারের আগা চক চক করে,
      চকরিয়ায় ছোট্ট শিশু রিয়াজ
         নির্বিচারে খুন হয় চুরির  অপবাদে,
ফেলানীর ক্ষত বিক্ষত ধর্ষিত লাশ ঝোলে
           তারের বেড়ায়,
ধর্মের নামে যেখানে চলে অধর্মের খেলা,
    যেখানে বোনের কপালের সিঁদুর,
       ভাই মুছে দেয় অবলিলায়।


যেখানে ভাইয়ের হাত রক্তে রন্জ্ঞিত,
   সহোদরের তাজা খুনে,
সম্পতি ভোগের নীল নক্সা প্রয়ন করে,
  আলখেল্লা পরিহীত ধর্মজাযক,
যেখানে ন্যায্য দাবিতে আন্দোলনরত
জাতির শিরদাঁড়ের
উপর  পুলিশের নির্বিকার গুলি বর্ষণ,
রাজনীতির নামে চলে নির্লজ্জ বেশ্যাবৃত্তি,
       উন্নয়নের নামে করে ধর্ষন।
অতঃপর,
আমি একটু শান্তি চাই তোমাদের কাছে।
       আমি মুক্তি চাই,
এই মানুষখেকো সমাজ থেকে।
   আমি ঘুমাতে পারি না,
আমার দুটো শ্রান্ত আঁখি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে,
তোমরা আমাকে একটু ঘুমাতে দাও,
নির্মল স্বচ্চ বাতাস বুক ভরে নিতে চাই,
   আমি একটু শান্তিতে ঘুমাতে চাই।
আমি ঘুমাতে চাই……….!!!
আমি ঘুমাতে চাই……………….!!!


রচনাকাল : ০৮-০৪-২০১৮, ০২.২৯ এ,এম