আমি কবি নই
যখন কবির কবিতায় রোহিঙ্গাদের নিয়ে প্রতিবাদের সুর,
তখন আমার গবেষণা জুড়ে মঙ্গল গ্রহ কত দুর।
তবুও নির্মম অত্যাচারীত রোহিঙ্গা, নির্যাতিত নারী,
মা হারা শিশু, দূদশাগ্রস্ত সর্বহারা মানুষগুলো
কেন আমায় বলতে থাকে?
কি! আমাদের নিয়ে কিছু লিখবে না?


আমি কবি নই
কবিরা ভেবে চলে সাগর, নদী,পাহাড় দিয়ে,
আমার ভাবনা জুড়ে বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে।
তবুও  সবুজ প্রান্তর, রাখালের বাঁশি, কচি ধানের খেত, গ্রাম্য বধুর খোলা চুল, আধাঁরের জোনাকি,
জোসনাস্নাত চাঁদ,
ওরা সবাই কেন আমায় ব্যাঙ্গ করে বলে?
আমায় নিয়ে কিছু লিখবে না?"


আমি কবি নই
কবির লেখনী গুলো যখন মানবতাবাদী
তখন আমি ভাবি নিয়ে রোবটের মতিগতি।
তবুও মায়ের কোলে ক্রোন্দন করা শিশু, শোষিত সমাজ, পরাজিত সৈনিক,এমনকি গর্বে মাথা উচু করা মহাপুরুষরাও কেন  আমায় শুধায়?
আমাদের নিয়ে কিছু লিখবে না?


আমি কবি নই
কবি ভাবে কবিতার ছন্দ নিয়ে পথে, ঘাটে, মাঠে,
কবির কাছে আমি তুচ্ছ তাচ্ছল্যই বটে।
তবুও পায়ের নিচে মৃত্তিকাও কেন বলে উঠে?
আমার ওপর দাড়িয়ে কি ভাবছ অত?
আমায় নিয়ে কিছু লিখবে না?


আমি কবি নই
কবি যখন লিখে মানুষের বর্তমান  জীবনদশা,
আমার চোখে তখন  নতুন প্রযুক্তি আবিষ্কারের নেশা।
তবুও নির্জনের একাকীত্ব, লোকালয়ের কোলাহল, প্রেমের বিরহ, ক্ষুধার ব্যাথা
ওরা সবাই কেন আমায় বলে?
আমাদের নিয়ে কিছু লিখবে না?


অতঃপর শুধু চিৎকার করে ওদের বলতে থাকি,
আমি কবি নই
-যেন আমার চিৎকার কারও কানে পৌঁছায় না।
অহংকারের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে,
আমি কবি নই.
আমি কবি নই.....


রচনাকাল :
১১-০৯-২০১৭
২.৩৫ পি,এম