আমার কল্পনার পৃথিবীতে
একমাত্র উপগ্রহ তুমি আরাধা;
তোমার জোছনা আলো গায়ে
মাখতে আমি ব্যাস্তু সদা।
তুমি সারাক্ষণ থাকো জুরে
আমার সমগ্র দেহ মনোপ্রান;
মায়াবী তোমার চোখের চাহনিতে
আবেগ মাখো অবিরাম।


আমার কল্পনায় ঘন কাল চুল মানে
শুধুই যেন আরাধা;
কখনওবা ভেজা কেশ দেখে লেগেছে
এই দুচোখে ধাঁধা।
তোমার শুখনো মুখখানির মায়ায়
জড়িয়েছি যে কতবার!
জলে ভেজা ওই রঙিন ঠোঁটের প্রেমে
পড়েছি অজস্র বার।


যখন ঘিরে আবেগের মেঘ
তোমার মনের আকাশে দেশে;
ক্ষণিকের মধ্যে বৃষ্টি হয়ে ঝরে
আড়াল থেকে নিলেরা হাসে।
কি যে অদৃশ্য মায়ার বাঁধনে
জরিয়েছ আমায় জানিনা;
অভিমানী দূঃসহ প্রহর গুলো যেন
কিছুতেই মোর কাটেনা।


খুব বেশি রেগে গিয়ে ইচ্ছে হয়
শুধু স্টুপিড বলে ডাকতে;
জানি ভালই লাগে তোমার
আমার মুখে এই কথাটা শুনতে।
হয়তো আমার জীবনে
বন্ধুত্বের অন্য নাম আরাধা;
এই সম্পর্কের সুতোর বাঁধনে
থাকতে চাই আজীবন বাঁধা।