হটাৎ করেই বদলে গেছে আমার জীবনের গতিপথ,
           মেনে নিয়েছি সবকিছু রাখতে জীবনকে দেয়া                        মোর শপথ।
         দুঃসময়ের কঠিন বাস্তবতার কাছে সত্যিই আজ বড় অসহায়,
           কষ্টের বন্যায় ভেসে চলেছি পায়না কুল- কিনারের ঠাই।
          দুরভিসন্ধি অধ্যায় গুলো জীবনী পথপ্রান্তে বারবার ফিরে পাই,  
          ক্ষুদা, অনিদ্রা, দারিদ্রতা কি নেই জীবনেতিবৃত্তে? যা আমি কখনোও না চাই।
      প্রতিনিয়ত মিলিয়ে যাই ক্যালকুলাস, ফিজিক্স,         কেমিস্ট্রির  কত শত ইকুয়েশন,
        শুধু মিলাতে পারিনা ভাল থাকার জীবনের সমীকরণ।
        যেটুকু অনুভূতি ভাল লাগার আমার শুধু সেই সহোদরকে ঘিরেই,
        যার জীবন- যাপন, চিন্তা- ভাবনা সারাক্ষণ শুধু আমাকে জুড়েই।
         কিছুসময় নিজেকে অপরাধী মনে হয় বার বার, কে দিয়েছে অধিকার আমার?
         অন্যের জীবনের সিংহভাগ নিজ ব্যাক্তি সারথে ভোগ করার।
         তারপরেও ভাবি নিজের জন্য না হলেও অগ্রণী কিছু  করতে হবে শুধু সেই মুখগুলোর জন্য,
                           যাদের নিকট আমার প্রকৃষ্টতা সর্বদায় কাম্য।
         অতঃপর সৃষ্টিধর তোমাকে অজস্র ধন্যবাদ এতটাও ভাল রাখার জন্য,
           যা কিছু দিয়েছ তুমি তাতেই আমার জীবন হয়েছে ধন্য।


২৯-০৭-২০১৭
৩.০০ এ.এম