ছাত্র সমাজ হারেনি কভু নেমেছে যে সংগ্রামে,
কাপুরুষ নয় যে তারা প্রানের ভয়ে যাবে থেমে।
৫২র ভাষা সংগ্রামে পড়েছিল ঝাঁপিয়ে,
৭১ এ মুক্তিযুদ্ধে অগ্নি -তুফান হয়ে।
তুফানের গর্জন থাকবে যতক্ষণ তারা অশান্ত,
সত্য -ন্যায়ের সংগ্রামে তারা হয়নি কখনো ক্লান্ত ।


তনু বল -মনো বল আছে যতক্ষণ,
অভিযানে সংগ্রামী তারা আজীবন ।
কাপুরুষের মত থাকবে না কেউ ঘরে,
শব্দবোমায় তারা সকল বৈষম্য দুর করে।
আধিকার আদায়ে হবে না কারো কাছে নত,
বাঁচলে বাঁচবে,  মাথা উচু করে বাঁচার মত।


করছে আজ তারা সুস্থ ভাবে মরার লড়াই, বিনাশ করতে আছে যত সব ক্ষমতার বড়াই।
তারা হয়েছে আজ সংগ্রামী,
এটাই যেন তাদের পাগলামি।
হারাবার ভয়ে নয় যে তারা কখনো ভিরু,
তাদের সংগ্রাম আজ দেখ হয়ে গেছে শুরু।