মুসলমানদের মাঝে সবচেয়ে আনন্দ
উত্‍সবের দিন আজ,
আজ জীবনের আবহে হও অগ্রসর
নাহি তাতে কোন লাজ ।


রয়েছে উচ্ছাস ভরা উল্লাস
আর বাঁকা চাঁদের ঝিলিকমাখা সরু হাসি,
তাই হিংসা ভিভেদ ভুলে
অনাবিল সুখ আনন্দে নেচে ওঠি ।


দুঃখ হতাশার দুয়ার এঁটে
আনি আনন্দ রাশি রাশি,
সকল মুসলিম ভাই
হই হুল্লোর আল্হাদে মেতে ওঠি।


জীবনে যাদের হররোজ উপোষ
ক্ষুধায় আসেনা নিদ,
মুমূর্ষু সেই কৃষক, শ্রমিক, দিনমজুরের ঘরে
এসেছে কি আজ ঈদ ?


অন্ততপক্ষে আজকে যদি
তাদের একটু ভালবাসি,
হয়তো দুস্ত গরীবগুলোর মুখেও
ফুটে ওঠবে ম্লান স্নিগ্ধ হাসি  ।


রচনাকাল :-
০২-০৯-২০১৭
৬.৩০ এ,এম