আমি কবি হতে চাইনা,কবিতা লিখতে চাই।
আমি শিল্পী হতে চাইনা,গান গাইতে চাই।
আমি প্রেমে পড়তে চাইনা, ভালবাসতে চাই।
আমি কুশিক্ষা চাইনা,সুশিক্ষিত হতে চাই।
আমি মানুষ হতে চাইনা,মনুষ্যত্ব পেতে চাই।
আমি পাপি হতে চাইনা,পূণ্যবান হতে চাই।
আমি কুপরিচিতি চাইনা,জনপ্রিয়তা চাই।
আমি নিলজ্জতা চাইনা,সলজ্জ হতে চাই।
আমি প্রসংসা শুনতে চাইনা,প্রসাংসিত হতে চাই।
আমি দুষ্পরাজিত হতে চাইনা,বিজয়ী হতে চাই।
আমি অলস হতে চাইনা,পরিশ্রমী হতে চাই।
আমি পাখি হতে চাইনা, উড়ে বেড়াতে চাই।
আমি পানি ছুতে চাইনা,সমুদ্র পাড়ি দিতে চাই।
আমি নগণ্যতা চাইনা, প্রকিষ্টতা চাই।
আমি দৃঢ় হতে চাইনা,কোমল হতে চাই।
আমি অজ্ঞতা চাই না, জ্ঞানবীর হতে চাই।
আমি অসম্পন্নতা চাইনা,পূর্ণোতা চাই।
আমি বেদনা চাইনা, প্রসন্নতা চাই।
আমি নিয়ন্ত্রিত হতে চাইনা,অনিয়ন্ত্রিত থাকতে চাই।
আমি তিমিরে হারাতে চাইনা, আলোতে খুঁজতে চাই।
আমি সেকেলে হতে চাইনা,সৃজনশীলতা পেতে চাই।
আমি সহজলভ্য হতে চাইনা, দুষ্প্রাপতা পেতে চাই।
আমি কষ্ট পেতে চাইনা,জীবন পাড়ি দিতে চাই।
আমি সপ্ন দেখতে চাইনা, লক্ষ পূরন করতে চাই।
আমি সূর্য হতে চাইনা, রবির ন্যায় দিপ্তমান হতে চাই।
আমি নিশাকান্ত হতে চাইনা,অন্ধকার দুর করতে চাই।
আমি কাল্পনিকতা চাইনা, বাস্তববাদী হতে চাই।
আমি দেশদ্রোহী হতে চাইনা, সদেশকে ভালবাসতে চাই।
আমি কাপুরুষত্ব চাইনা,বীরপুরুষ হতে চাই।
আমি ঘরমুখো থাকতে চাইনা, ফেরারি হতে চাই।
আমি মরতে চাইনা,অনন্তকাল জীবিত থাকতে চাই।


রচনাকালঃ
০৫-০৮-২০১৭
০৫:০০ পি,এম