চরণ যখন ফেলেছি আমি এই ধরনীর বুকে,
কেঁদেছি আমি, হেসেছে সবাই আগমনের সুখে।
মায়ের দুধ খেয়ে আমি হয়েছি প্রথম ঋণে বদ্ধ,
অনিশ্চিত জীবনে, হাজারো জাগতিক মায়ায় আবদ্ধ।
যদি করতে পারি এ জীবনে ভাল কিছু অর্জন,
করবে না কখনোই এই পৃথিবী মোরে বর্জন।
জানিনা জীবন প্রদীপ চিরতরে যাবে যেদিন নিভে,
সেদিন আমার চোখে মুখে কি প্রসন্নতা রবে?
কাঁদবে কি সৃষ্টিকুল আমার বিদায় বিরহে?
না হয় এ জনমে প্রাপ্তি আমার কিই-বা হবে!!!
hj tuhin
06-10-2017