কখনও কখনও ফেরারি এই মন,
যেন আমি এক যাযাবর
নেই কোনো উদ্দেশ্য, নেই কোনো গন্তব্য
শুধু যেন গোধুলী লগনে পথহারা পাখির মত
অবিরাম উড়ে চলে


কখনও কখনও ক্লেশে ভরা এই মন,
যেন বুকটা আমার কষ্টের সাগর
নেই কোন সুখের কিনার, নেই কোন খুশির ধারা
শুধু যেন বৈশাখী ঝরো হাওয়াই উওাল সাগরের ঢেউয়ের মত কষ্টগুলো এই বুকের জমিনে এসে
আছড়ে পড়ে


কখনও কখনও শিশুতুল্য এই মন,
যেন জাগ্রত শিশুতোষে করে পাগলামি
নেই কোন শাসন, নেই কোন বারন
শুধু যেন বাধাহীন সমুদ্রের ঢেউয়ের মত ইচ্ছে নদীতে অবিরাম  ছুটে চলে


কখনও কখনও ভাবুক এই মন
যেন আমি এক কবি- উপন্যাসিক
নেই কোন শব্দভাণ্ডার, নেই কোন প্রতিভা
শুধু যেন অর্থহীন শব্দ গুলো পরস্পর জুড়ে দেয়া


কখনও কখনও আবেগী এই মন
যেন আমি প্রেমিক, বার বার তোমার নাম বলি
নেই কোন কারণ,নেই কোন প্রয়োজন
তবুও যেন ছোট শিশুর মত সদ্য এই মুখে একটি বুলি
ফুটেছে,
ভালবাসি....ভালবাসি...ভালবাসি........


রচনাকাল :
১৬/০৯/২০১৭
৯.৪০ এ,এম