কোথায় আজ মানবতা? কোথায় মানবাধিকার?
যখন  রাস্তার পাশের ছেলেটি রাস্তায় থাকে পরে
যখন রোহিঙ্গা  শিশুটি মৃত মায়ের দুধ পান করে
যখন জনমানব দুর্দশাগ্রস্থ সর্বহারা হয়ে পরে
যখন নিরহ মুসলমান গুলো দগ্ধ আগুনে পোড়ে
যখন প্রতিদিন জাতি অত্যাচারিত তারকাটার ওপারে
যখন সন্তান হারা মা গুলো দুঃসহ জীবন যাপন করে
যখন মানুষ ঘরবাড়ি হারিয়ে আজ রাস্তার ধারে
যখন ধর্মপ্রাণ মুসলিম গুলোকে রাজপথে গুলি করে
যখন প্রতিবেশি গুলো দুঃসহ  ক্ষুদা নিয়ে দিন পাত করে  যখন পথশিশু গুলো আজো ডাস্টবিনে খাবার খোঁজে
যখন দুই বছরের বাচ্চা ক্ষুধার জালায় ভিক্ষা করে  তখন আমরা মানবতার অবক্ষয় খুঁজে পাই না!!!


মানবতা কি আপেক্ষিক?
আসলে এটা আপেক্ষিক নয়,
তাহলে ভুগছে কেন শিশু, নরী, বৃদ্ধা মানবতাহীনতায়।
আজ চুপ কেন মানবাধিকার ?
যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মানুষের করুন হাহাকার
তুচ্ছ মনে হয় যা শিক্ষা করেছি জীবনে সঞ্চয়
যখন বিশ্ব মানবতা হচ্ছে দিনে দিনে বিলুপ্তপ্রায়


রচনাকাল :
০৭-০৯-২০১৭
১১.০০ এ,এম