শহরের ল্যাম্পপোস্ট গুলো
দাঁড়িয়ে আছে শত গল্পের পাণ্ডুলিপিটি হাতে নিয়ে,
শিরনামহীন ঘুমন্ত ফুটপাথ কে পাহারা দিয়ে।
কারো প্রিয় মানুষের সাথে কাটানো
মুহূর্তসমুহের সৃতি ছুঁয়ে
শত অমানবিক, অন্যায়, অশ্লীল,
কাজের চাক্ষুষু সাক্ষী হয়ে।


কেও ল্যাম্পপোস্টের উজ্জ্বল আলোয়
নিজেকে ফেলছে হারিয়ে,
আবার এই নিয়ন আলো নতুন করে
আপনাকে দিচ্ছে চিনিয়ে
ল্যাম্পপোস্ট গুলো দাঁড়িয়ে আছে
কত শত পুড়ে যাওয়া নিকটিনের সাক্ষী হয়ে
শহরতলীর পথশিশু গুলোর জীবনে
একমাত্র আলোর অবলম্বন হয়ে।


প্রায়শ দেখেছি, সংসদ ভবনের পাশে
কিছু সুশ্রী রমণীকে,
ল্যাম্পপোস্টের
পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে।
তারপর দেখেছি,
দর-কষাকষি করে
গাড়িতে চড়ে যেতে মক্কেলের সাথে।


আজোও ল্যাম্পপোস্টের নিচে গভীর রাতে
হারিয়ে ফেলা স্মৃতি আঁকড়ে ধরে অঝোরে কাঁদে,
রবীন্দ্র সরবর কিংবা টি,এস, সি র মোড়ে
নিয়ন আলোয় কত জন বন্ধুত্ব্বের আড্ডায় মাতে।
আবার কখনো ল্যাম্পপোস্ট চাক্ষুষু সাক্ষী
পিস্তল হাতে, কালো চশমাপরা চোখে
লম্বা লম্বা চুলওয়ালাকে,
গাড়ি থামিয়ে হুমকি ধামকি দিতে যাত্রীকে।
কেও তো বোঝেনা নির্বাক এই সাক্ষী,
ল্যাম্পপোস্টের মনের অব্যক্ত কথা,
কয়েকশত বছর ধরে দাঁড়িয়ে আছে
নিয়ে অজস্র রহস্যঘন গল্পকথা।
রচনাকাল :১৪-১১-২০১৭