মা


জন্ম আমার হয়েছে মা 'গো তোমারি  গর্ভে,
তোমার মত মমতাময়ী সত্যা দেখিনি আগে।


তুৃৃমি মমতা, তুমি মিথ্যা,তুৃমি সত্য প্রতিমা,
তুমি সাহস,তুমি আশা,তুমি ভালবাসার মহিমা


প্রতিদিন মনে পরে তোমায় ঘুম ভাঙা কাকভোরে,
যখন একলা ঘরে সেবা হীন পরে থাকি জ্বরে।


তুমি হীন জীবনটা আমার হয়ে গেছে বিষাদময়,
তোমাকে ছেড়ে থাকতে নিজেকে প্রানহীন মনে হয়।


জড়িয়ে রাখতে সর্বদা তোমার বুক পাজঁরে,
ভালবাসা পাইনা তোমার আজ বিনা ওজরে।


দশমাস  গর্ভে ধারন করেছো তুমি  আমায়,
তিলে তিলে বড় হয়ে কত কষ্টো দিয়েছি তোমায়।


এ জীবনে হয়তো বা হয়েছি আমি কারো চোখের বালি,
তবুও যেন সর্বদায় আমি তোমার কাছে নয়নের কালি।


তোমার কছে আমি এখনো সেই ছোট্ট  শিশুটি,
তাইতো এখনো ক্ষমা করো আমার সকল ভুল ত্রুটি।


জানিনা রাখতে পারবো কতটা তোমার মান,
যতদিন বাঁচবো করে যাব তোমার সম্মান।


"মা" ডাকটা যেন কখনো হয়না আমার বাসি,
হয়নি বলা 'মা' তোমায় বড় বেশি ভালবাসি।


রচনাকাল :
২৪-০৯-২০১৭