বিকেলের আকাশদীপে কখনো আলো
         কখনো আঁধার যেন
মেঘ রৌদ্রের খেলা,
পশ্চিম আকাশদেশ জুড়ে মেঘ জমেছে
         বসেছে যেন সাদা
কালো মেঘের মেলা ।
মুহুত্তে চারিদিকে থেকে বেজে উঠলো বিরামহীন
         বৃষ্টির রিমঝিম সূর মুর্চনা,
আকাশদেশে  কালো মেঘ ধূসর হয়ে
       দহন বেলা পেরিয়ে পাইযে
              শান্তির স্বান্তনা।
  বৃষ্টিজলে পাতাগুলো নিলো গাঢ় সবুজের সাজ
        এক কাপ কফি নিয়ে
বারান্দায় বসে চুপচাপ,
   বাইরে ঝুপঝাপ শব্দে
ভেজা কাকটা ডানা ঝাপটায়
       অতীতের সব স্মৃতিগুলো
           মাথায় খায় ঘুরপাক।


মনের মাঝে আজ শত সুর বেজে উঠে
    আকাশ জোড়া মেঘের
কত বাহারি  নৃত্য,
ভিষণ  ইচ্ছা জাগে সাদাটে এই
মনের ভিতর
     নীল থেকে নেমে আসা
          বৃষ্টিতে ভিজে হই সিক্ত ।
খরতাপের দিনগুলোয়
অপেক্ষার প্রহর গুনি
    প্রকৃতি রাঙানো বৃষ্টি তুমি আসবে বলে,
অপেক্ষার ক্ষন ফুরিয়ে মনের জমিন ভিজাতে
     অবশেষে সূযটাকে ছুটি দিয়ে
              বৃষ্টি তুমি এলে ।


রচনাকাল :২০-০৩-২০১৮