মেঘ!  তুমি শুনছো?  
এক পশলা বৃষ্টি দিবে আমায়?
ভালবাসার শস্য ফলাবো
হৃদয় জমিনের আঙিনায়।


মেঘ! তুমি ভেজাবে?
দিয়ে তোমার ভেজা বসন্ত বাতাস?
যে স্নিগ্ধ হাওয়ায় মিলিয়ে যাবে
আমার রক্তিম আকাশ।


মেঘ! তোমায় বলছি?
বৃষ্টি হয়ে ঝরবে একবার?
ভেজাবে আমার শুকনো হৃদয়
তোমার অজস্র ধারায়।


মেঘ! কোথায় তুমি?
আসবে কি ফিরে?
এক খন্ড বরফ কণা হয়ে
ঢেকে দিতে মোর আকাশের সকল জংজল,
থাকতে আমার ভালবাসায় অবিচল।