শরতের ভোরের স্নিগ্ধ আলোয়
লিখছি তোমায় নিয়ে একটা কবিতা,
কেউ না জানুক, আমিতো জানি
তুমি শুধু আমার মৌমিতা।


রোজ পাখি ডাকা ভোরে লুকিয়ে বারবার দেখি
আমার হৃদয়ে আঁকা তোমার ছবিটা
দীর্ঘশ্বাসগুলো আজকাল  মুক্তি খোঁজে অপরিণাম আক্রোশে,জানো মৌমিতা?


আছে কি মায়া ভরা  মুখের মিষ্টি হাসি,
লোচন গুলো সেই আগের মতন?
যেখানে উওল ঢেও করিত খেলা,
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম
ভাসিয়ে আমার প্রেমের ভেলা।


ছুয়ে দেব তোমায় বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
একবার পাই যদি তোমার কোমল স্পর্শতা,
হৃদয়ে শিতিল শিহরণ উঠে
ভালবাসা জাগবেই তোমার মৌমিতা।
সেই ভালবাসায় জড়িয়ে নিও আমাকে,
আমি যে ভালবাসি তোমাকে।


তুমি জানো মৌমিতা?
প্রকৃতিতে যখন মোহনীয় বসন্ত আসে
চারিদিক শোভিত হয় ফুলের সৌরভে
মৌমাছিরা ফুলে মধু খুঁজে ফেরে
তখন তোমার কথাই যে মনে পড়ে!
যখন শরতের আকাশে সাদাকালো মঘ ভাসে
হটাৎ ব্যাস্তু শহরে বৃষ্টি পড়ে ঝরে
নদীর পাড়ে কাশফুল হেসে উঠে
তখন এই মন শুধু মৌমিতাকে খুঁজে ফেরে।


আচ্ছা  মৌমিতা,
তুমি যদি আমাকে না ভালবাসো
আমি কি করবো?
ভাবছি! আমি কি করবো!
জমিন থেকে ওই দুর আকাশের চাঁদকে যেভাবে ভালবাসা যাই
আমিও তোমায় দুর থেকে ভালবাসবো।
তবুও আমার হৃদয় বাগানে ফুটিয়েছি ফুল
মৌমিতা নামটি ধরে,
জানতে আমার সাধ জাগে গো
তুমিও কি ভালবাস আমারে???


রচনাকাল :
০১-১০-২০১৭
২.২৬ এ,এম