এই বৃষ্টিমূখর অমাবস্যার রাত  
যেন সিন্ধু সভ্যতার চেয়েও প্রাচীন,
আশপাশের সবকিছু  মহেঞ্জোদারোর ধংসাবশেস;
বেলকনিতে কিংবা ল্যাম্পপোস্ট নেই নিয়ন আলো;
অশুভ সংকেত নিয়ে আচমকা জলে উঠছে শুন্য;
নিস্তব্ধতায় যখন চারপাশ ছেয়ে যেতে থাকে;
অজস্র পান্ডুলিপি মাথায় এসে ভীড় করে;
অনুশোচনাবোধ ভীষণ ভাবে জেগে উঠে;
তীব্র যন্ত্রনা আমাকে গ্রাস করতে শুরু করে
আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো শরীরে;
নিঃসঙ্গতা গলা ঝাপটে ধরে;
পাপিষ্ঠ এই শরীর ক্রমাগত অবশ হয়ে পরে!


বিড়ালের চোখদুটো দেখে মন ভয়ে আঁতকে উঠে
দম বন্ধ হয়ে আসে মুহূর্তেই,
মস্তিষ্কে কার্যক্ষমতা হারাতে থাকে;
মেঘের গর্জন মৃত্যুর সাইরেন হয়ে যায়;
গলির কুকুরগুলোও আর্তনাদে চিৎকার করে ওঠে;
চোখজোড়া বন্ধ হয়ে আসলে মনে হয়
অন্তরিক্ষের কেউ আমায় দেখছে ;
আচমকা এক দমকা হাওয়ায়
আমি চেতনা হারিয়ে ফেলি;
পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন,
আমি ঢলে পড়ি মৃত্যুর কোলে!