একান্তই আমার করে আমি তোমাকে চাই  
যদি পেয়ে তোমার মনরাজ্যের সভাসদ,  
আমি ফুল ফাগুনের স্বর্গ ছেড়ে
সন্ধ্যা আবীরে হারিয়ে যাব,
ভীষন অসম্ভবের মাঝে আমি তোমাকে চাই
যদি পেয়ে যাই তোমার সম্পুর্ণ মনোযোগ;
আমি বর্ষা মুখর সন্ধ্যা ছেড়ে
শীত সকালের রৌদ্র হব।


অদৃশ্য ভালবাসার ক্ষুধায় আমি তোমাকে চাই
যদি হয়ে যাই তোমার স্বপ্নের সুপুরুষ,
আমি কুয়াশা ঢাকা পৃথিবি ছেড়ে
সকালের শিশির হব,
অপেক্ষার প্রহর শেষে আমি তোমাকে চাই
যদি হয়ে যাই তোমার অন্তহীন সুখ;
আলতো পায়ে ছন্দে চলা
চপল দুইপা ধুইয়ে দেব।


নিঝুম অন্ধকারে আমি তোমাকে চাই
যদি নিয়ে যাও তোমার অন্তলোকের অন্তপুরে,
তোমার মিষ্টি মধুর কথার মাঝে
অজস্রবার হারিয়ে যাব,
রাত পেরিয়ে ভোর হলে আমি তোমাকে চাই
যদি নিয়ে যাও তোমার হৃদয়ের পাতালপুরে;
তোমার ডাগর ডাগর কাজল চোখের
পাপড়ির মায়ায় মুগ্ধ হব।  


বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই
যদি ঠাঁই দাও তোমার হৃদয়ের আস্তাকুঁড়ে,
তোমার এলোচুলের গন্ধ মেখে
স্বর্গ শুধার পরশ নেব,
আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই
যদি ঠাঁই দাও তোমার সীমাহীন বালুচরে;
আমি বর্ষা মুখর সন্ধ্যা ছেড়ে
শীত সকালের রৌদ্র হব।
অতঃপর,
ভালবাসার ক্ষুধায় কাতর কিংবা আমার অস্তিত্বহীনতায়
এক অসহায় তোমাকে কে আমি চাই!!!