তোমাকে ভালোবাসার দায়ে  আমি
তোমার ঘৃণা করেছি অর্জন,
প্রচন্ড অভিমানী , হতচকিত , বিভ্রান্ত ঘৃণা
তবুও করিনি ভালোবাসা বর্জন।
আমি সৎ, আমার আত্মার সাথে  
নিখাঁদ ভন্ডামি করিনি,
তবুও আমার পাপ তাই জ্বলছে নরকীয় আগুনে
এক অদ্ভুত চিতায় পুড়ছি।
আত্মাকে মিথ্যা বলা মানে স্রষ্টাকে মিথ্যা বলা
তাই গাইতে চেয়েছি বেঁধে প্রাণ সত্যের সুরে,
আমার ভিতরে বাহিরে সততার অভিশাপ
কখনও লুকাতে পারিনি অন্তঃপুরে।
এখনো বারবার ফিরে আসি সততার মন্দিরে!


ভুল নয় পাপ করেছি, দাউ দাউ পুড়ছে তাই
এক অবিনশ্বর অনুতাপ,
আমি আবার হবো পবিত্র নিষ্কলুষ শাস্তি দাও
এরপর অঙ্গার রুপে দাও শুদ্ধতার ছাপ।
তবু ক্ষমা করো আমায় !
দীর্ঘতম নরকবাসের পরে নাকি স্বর্গ থাকে,
নির্মমতম শাস্তির পরে তবে ক্ষমা দাও ।
আমি তো অসাধারণ নই, অনুভূতিহীন প্রানী নই
আমি অনুতপ্ত, আমি অপরাধী
আমি সম্পূর্ণ নত,
"তোমাকে ভালোবাসি" বলার অপরাধে দিও না
অনন্ত রাত্রিবাসের ক্ষত !