ভালবাসা'য় অভিমান, আর ঘৃণা'য় রাগ
এটা কি তোমার রাগ ছিল নাকি অভিমান?
কি ছিল তোমার মনের অনুভূতিতে?
বুঝিনি এখনো চালিয়ে সহস্র অভিজান।


ভাল লাগে তোমার ক্রোধ, সব অভিমান
কষ্ট দেয় তোমার বিরক্তিকর মনোভাব,
কখনওই বুঝতে চাওনা কেন তুমি?
মোর সমগ্র সত্তা জুড়ে তুমিই সব।


তোমার সেই মিষ্টিমুখের মৃদু হাসির আড়ালে,
ঝড়ে পড়ে মোর অজস্র কবিতার ভাষারুপ,
আমার মুখে বয়ে চলে হাজারো কথার লহরী
কিন্তু মৃদুভাষিণী তুমি থাকো সবদায় চুপ।


যতবার চেয়েছি তোমায় নিয়ে গড়তে                      আমার  অভিলাষী দেয়াল,
পারিনি ছুতে তোমার দুষ্প্রাপ দরিয়ার জল
করেছো আমায় তুমি লোচনের আড়াল।


যখনি চেয়েছি আমার প্রতি ভাংতে
তোমার অপ্রোজনীয় দিবা নিষুপ্তি,
রয়ে গেছে  ব্যার্থ প্রচেষ্টা অক্ষত
ছিল করুন অভিপ্রায়,তবুও হয়নি কিছুই প্রাপ্তি।


তোমায় নিয়ে মোর ভাবনার জলধার
মনের অন্তরিক্ষে উড়ে চলে নিরালস,
ক্লেশে ভরা ক্লান্ত,জটাযুক্ত তনু আমার
তবুও চাইনা কোন অবকাশ।


রচনাকাল :
০৫-০৮-২০১৭
১১:৫০ পি,এম