দ্বারে পরে থাকা স্তব্ধ শব গুলোয় ভিজেছে ক্ষিতি  রক্তের ধারায়,
রক্তচোষা হায়না আর বুনো জানোয়ার গুলো
সমস্ত সিরিয়ায়;
আজ সিরিয়ার জমিনে কাক শকুন গুলো
উল্লাসে ফেটে পড়ছে,
রক্তাক্ত শিশুর নিথর পড়ে থাকা লাশ গুলো
ছিঁড়ে ছুটে খাচ্ছে;
চেয়ে দেখ, আজ পৃথিবীর অরণ্যে  কোন বাঘ নেই
সব হিংস্র জানোয়ার গুলো সিরিয়ার মাটিতে,
কেড়ে  চুষে খাচ্ছে নিরহ মানুষগুলোর রক্ত মাংস
যখন নিজ কেবলই সঙ্গী তাদের স্বীয় অসহায়ত্বে;
কেন তোমাদের সমাজ দর্শন এত নিষ্ঠুর?
কেন স্বার্থের কাছে বানানো বিধানসব ভঙ্গুর?
কোথায় মানবিকতা বোধ সমগ্র  জাতির?
কেন ওদের কষ্টে  কারো অসুস্থ হাসি?


আর কতকাল ঘুমিয়ে থাকবে বিবেক !
একবার আনমোড়া ভেঙে দেখ,
নাকি  অপ্রযুক্ত দিবা নিষুপ্তিতে বিভর?
তবে এই সুপ্তি তো অনন্তকালের!
হয়তো নিদ্রা ভাঙবে,যেদিন গরম শিসার মত কোন পদার্থে সাজানো দেহাংশ ঝাঝড়া কিংবা ঝলসে যাবে, পরে থাকবে আমাদের স্তব্ধ শব ;
~ মোহাম্মদপুর, ঢাকা-০৬/০৩/১৮