তুমি মৃত্যুহীন সুন্দরের মাত্রাহীন সৌন্দর্য
চাতকের নির্বাক চাহনিতে নেমে আসা দেবী,
তুমি ঝুল বারান্দায় দাঁড়ানো প্রতিমার বেণীর ঢেউ
তোমার সৌন্দর্যের পূজারী শত কবি!!!


তুমি সুন্দর সত্যের ন্যায়,
   তুমি পবিত্র যা স্বভাবতই সুন্দর
নিরবিচ্ছিন্ন সত্যের অসুখকর প্রতিদান,
তুমি কোমল চাঁদের বিকীর্ণ স্নিগ্ধ আলো
আমার কাব্যিকতার অসামান্য অবদান!!!


তুমি অপরুপ রশ্মিরাজী,
  আলোকিত নরের হৃদয় ভুমি
অবনীর মাঝে শ্রেষ্ট অভিরাম মায়া,
তুমি প্রেমের মিষ্টি গন্ধে সৌরভিত
তোমার চেখের মাঝে অনিমেষ সুখের ছায়!!!


তুমি শ্রাবণের বর্ষাস্নাত দিনে বৃষ্টির প্রতিটা ফোঁটা
স্নিগ্ধ কদমের উষ্ণ র্স্পশ অনুভবের প্রহর,
তুমি স্নিগ্ধ প্রভাত,
  কিংবা সিক্ত বিকেলর মিষ্টি আলো
গোলাপের মোহতে আটকে থাকা এক ভ্রমর!!!


তুমি হিংস্রতার মাঝে মাথা উচু করা শুভ্র হরিণ
তোমার রূপের নেশাতে মাতাল কতো বরেণ্য বীর,
তুমি নজরুলের পারুলী,জীবনানন্দের বনলতাসেন
মহাপ্রয়ান কেহ, কারো লোচনে নীর!!!


তুমি আমার অনুভূতিতে, একান্ত প্রার্থনায়
আমার যাপিত জীবনে একমাত্র পূর্ণতা,
তুমি ছন্দহীন জীবনে ব্যাকুল কামনার নারী
ওহে প্রিয়তমা, তুমি আমার প্রিয়তা!!!