সেদিন আকাশ থেকে মেঘ ভেঙে
বৃষ্টি পড়ছিল,
পাশের কোন বাগান থেকে কদম ফুলের                                                                               ঘ্রাণ  ভেসে আসছিল,
আশেপাশে কেও নেই শুধু তুমি আর আমি,ভিজেছি                      বৃষ্টির অজস্র ধায়ায়,
হটাৎ হটাৎ বজ্রপাতের শব্দ, অসাম্যান্য নির্ভরতায়   আমার বুকে তোমার ঠাই।


তোমার ওই গোলাপি ঠোটের বেলকুনিতে
নিজের অজান্তে শুধু হারিয়ে যাওয়া,  
আবার তোমারি মাঝে বার বার নিজেকে
খুজে পাওয়া।
তোমার ওই মেঘ কালো চোখের ভাষায়
কি বোঝাতে চেয়েছো আমায়?
তা হয়তো বুঝতে পেরেছিলাম তোমার
কোমল স্পর্শতায়।
বৃষ্টি  ভেজা চুলের ফাকে ছিল তোমার
মাতাল করা হাসি,
তোমার প্রেমে বিমুগ্ধ এই আমি তোমাকে
বড় বেশি ভালবাসি।

বৃষ্টির প্রবাল দাপটে সব কিছু ধুয়ে মুছে গেলেও
মুহুত্তটা ছিল রঙিন,
শুধু সেই সময়ের সৃতিগুলো মন থেকে  মুছে           ফেলা হবে বড় বেশি কঠিন।
আজ ও মেঘ ঘনিয়ে বৃষ্টি নেমে আসে          
ব্যাস্ততাময় এই শহুরে,
ফিরে পেতে চাই সেই মুহুত, সেই অনুভূতি
খুব করে পড়ে মনে।


রচনাকাল :-
৩১-০৭-২০১৭
০৫:৩০ পি.এম