হয়তো আমার অবর্তমানে পরে থাকবে শুধু
   শেষ দীর্ঘশ্বাস    
আমার এই বেঁচে থাকা একটা নিশ্চিত গভীর ষড়যন্ত্র
হয়তো মরে যাওয়া তারোও চেয়ে বড় গভীর কোন
ষড়যন্ত্র!
জন্ম সুত্রে আমার শরীর নিয়ে এসেছে
ক্ষুধা আর কাম
তাই আমাকে তাড়িয়ে নিয়ে যাই ক্ষুধা,
আমাকে বেঁধে রেখেছে সংসার,
আমাকে  লোভ দেখাই জীবন,
কখনো কখনো আমাকে নির্লোভ করে মৃত্যু,
জৈবিক তাড়নায় আমি পাপ করেছি,
তাই ক্ষমার প্রয়োজনে আমি স্রষ্টার কাছে
নত হতে বাধ্য!
তারপর কোন এক দিন আমার আর ক্ষুধা
থাকবে না,
আমাকে পথ ভ্রষ্ট করবে না আর যাতনার কাম,
আমি এই বাস্তবের মত সংসার ভেঙ্গে চলে যাবো,
সেদিনের অন্তিম শিহরে, কোন আঘাতের নিশ্বব্দতায়
         কাকে মনে পড়বে বারবার?    
আজ শুধু চোখ বুজা চিন্তায় এমন অজস্র  বিক্ষিপ্ত
          অনুভূতির কারবার!


সেদিন হয়তো মনের মাঝে একটুও অস্থিরতা থাকবে না, কারো মুখের ভাষা, শরীরের ভাষা বোঝার জন্য রবেনা কোন বারতি যত্ন!  
জানি আমার প্রিয় মানুষেরা আমাকে নিজের হাতে
মাটি খুঁড়ে শোয়াবে সেদিন!
অথবা হবো কাক শকুনের একবেলার আহার,
পিঁপড়ার দল ব্যাস্ত হয়ে পড়বে মুছে দিতে আমার শেষ অস্তিত্বটুকুও!
তবে সেদিন আর কোন মৃত্যু আমাকে তাড়া করবে না জীবন ভর,
জানিনা মৃত্যুকে আজ কেন করে মনে করছি
বারবার!
জানিতো ফিরতে হয়,
আমাকেও ফিরে যেতে হবে,
ফিরে যেতে হবে একদিন সবাইকে,
সেদিন প্রকৃতিতে হারিয়ে যাবে আমার
আত্নাহীন অস্তিত্ব,
শুধু রয়ে যাবে শেষ দীর্ঘশ্বাস!!!