তখন  গভীর রাত, অজানা   নাম্বার থেকে ফোনকল, অচেনা ভঙ্গিতে বললাম হ্যালো!
     অপরিচিত ভয়ানক মিষ্টি সুরে,  অতীব  আগ্রহের সহিত উওর পাইলাম "বল"
        যখন নিজের সমস্ত সৃতিবিদ্যা কাজে লাগিয়ে
তোমার কণ্ঠ উদঘাটনে ব্যার্থ প্রচেষ্টায় ব্যাস্ত,
      তখন তুমি ওপাশে সহকারিণীদের সহিত আমার ব্যার্থতা পুজি করে রসিকতায় মত্ত।


          অতঃপর জানলাম তুমি  চির অচেনা বরষা,
শুরুহলো প্রতিদিষ্ট সুমধুর কণ্ঠের ঝরনাধারায় ভেজা,  
            কল্পনাপটু আমার প্রতিনিয়ত তোমার অদৃশ্য ছবি আকা,নিজের অজান্তে তোমাকে খোজা।


       তোমায় নিয়ে কল্পনাবীজাণু পেল পরিপুষ্টতা
হস্ত মেলেই পাই তোমার কোমল স্পর্শতা,
       খুব সহজপ্রাপ্য ছিল পাওয়া তোমার সুশ্রী,            বৃহতী, কোমল, সরল- সহজ মনের গভীরতা।


         আমার দুর্লভ কিছু সময় যা নিজের জন্য
নয়,সেই সময়টা শুধু ছিল তোমার জন্যয়,
      বিনিময়ে ভাসিয়েছ ভালবাসার অজস্রধারায়
পুরোন করেছো আমার সকল মনোকামনাই।


        হয়তো সইচ্ছায় তোমাকে হারিয়ে ফেলবো একদিন, কিন্তু ভুলবোনা কোনদিনও তোমায়,
        কি করে ভুলবো বল?  সারথ্যহীন ভাবে যা/যত সৃতি দিয়ে চলেছ প্রতিনিয়ত আমায়।


রচনাকাল :
২৯/০৭/২০১৭
০৫.০০ পি,এম