রহস্যময়ী জোছনা স্নাত এই মধ্যরাতে
উঁচু ভবনের ঢাকনায় কিংবা ঘরের ক্যানভাসে,
শূন্যতায় ভেসে আসা জোছনা ধরার প্রয়াসে
বিফল হাতগুলো অপূর্ণতায় মুচকি  হাসে!  
কিছু বেওয়ারিশ কুকুর হেটে চলে ক্লান্ত পায়ে
নাকের ভিতর হাওয়া টেনে কোন কিছুর গন্ধ নিয়ে,
মাঝে মাঝে কিছু জোনাকি দলছুট হয়ে বেরিয়ে আসে,
গাছের আড়াল ছেড়ে দাঁড়ায় নিয়ন আলোয় গিয়ে
কিন্তু জোনাকি তো ভুলে যাই এই নিয়ন আলো,
তার চেয়েও কত যে ভয়ানক তিব্র!
তাছাড়াও এ শহরের জোছনারাও বড় অসহায়  
জেগে থাকা সরকারি ল্যামপোস্টের নিয়ন আলো,
কত যুগ দেইনি ছুঁতে পিচঢালা পথগুলো!
আর ঝিঁঝিঁ পোকার বিরামহীন ডাক সে তো,
যান্ত্রিক কোলাহলের এই শহরে রুপকথার মত!


রচনাকালঃ-১৯-০৬-২০১৯