দুরন্ত  গতিতে সপ্নের পথে ছুটে যাচ্ছি,
ক্লান্ত তনু তবুও মানসিক প্রশান্তি পাচ্ছি।
ইউনিভার্সিটি যেতে কত রোদে পুড়েছি,
ফেরার পথে কখনও  বৃষ্টিতে ভিজেছি।
মাঝখানের  সময়গুলোতে করেছি অক্লান্ত পরিশ্রম !
দিন শেষে হিসেব করে হয়নি দেখা  হয়েছি আমি কতটা সফলতম।


আজ আমার সেই দিন, যেদিন নেই
রাতজেগে পড়ার কষ্ট,
আছে শুধু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সৃষ্টিমুলক কর্ম করার আনন্দ
আজ নেই কোন জ্যামে আবধ্য হওয়ার ভয়,
আছে শুধু মনের মাঝে বাধাহীন ছুটে চলার প্রত্যয়।
আজ নেই আমার বিবর্ণ চেহেরায় প্রকাশ পাওয়া দু:খ,
আছে ইচ্ছে মত ঘুরে বেড়াতে  পাবার তৃপ্তিময় সুখ ।


সবকিছুই যেন পেয়ে গেছি আজকের দিনটাতে !
জীবনের একটুখানি মানে খুজে পেলাম আপন চিত্তে !
রোদ,বৃষ্টি,ঝড়, পড়াশোনা, পরিশ্রম, শেষে
সময়ের পরিক্রমায় সপ্নের ঠিকানার,
তৃপ্তিময়  ভাবনা গুলো যেন পরিপুষ্টতা পাই।


যান্ত্রিক জীবনেতিবৃত্তের ছোট ছোট সুখগুলোকে খুঁজে নিয়ে ভাল থাকার বৃথা প্রচেষ্টা,
জীবনী প্রকৃত সুখ গুলো খুজে পাবার আশায় আজ নেই সেই কষ্টটা।

আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে
সপ্নের শহর আমি তোমার কাছে ফিরে আসছি,
আজ শুধু তোমাকে নিয়ে কল্পনার সাগরে ভেসে চলেছি
প্রিয় জন্মভূমি আমি তোমাকে বড় বেশি ভালবাসি।


রচনাকাল :
২১-০৮-২০১৭
০১.৫০ পি,এম.