তোমার মুখের হাসিতে,
ঝরে পড়ে আমার অজস্র কবিতার ভাষা
আমার মনে বয়ে চলা সাগরে তোলে উত্তাল ঢেউ,
মনের গভীরে বাজে ঘন ঘন অজানা মধূর সুর
এ যে শরতের ভোরের চেয়েও সুন্দর হাসি,
যা জানেনা কেও।


বিকিয়ে দিতে পারি নিজেকে,
তোমার ওই গোলাপি ঠোটের বেলকুনিতে
লুকিয়ে থাকা হাসির মাঝে,
নিজেকে নিঃশ করে হতে পারি বনবাসী
যদি পাই ওই ভুবন ভোলানো হাসি
দেখতে সকাল দুপুর সাঁঝে।


তোমার ওই হাসি,
যেন বৃষ্টির আগে ধূসর মেঘে ঢেকে যাওয়া আকাশ,
দিগন্তে যেখানে সাগরের সাথে মেশে যাই
হাসি যেন তোমার উড়াল পংখী
ফাকি দিয়ে উড়ে যাই
দিয়ে যাই এক পশলা হিমেল বাতাস।


বষনমূখর দিন গুলোতে,
বাতাসে খুজে পাই তোমার হাসির ভেজা গন্ধ,
তোমার কিছু হাসিতে নেমে আসে ঝুম বৃষ্টি
বদলে যাই আমার হ্রদয়ে পুরো আবহাওয়াটাই,
হয়ে যাই আমি বাকরুদ্ধ।


হাসিতে যেন  তোমার,
ঝড়ে পড়ে অজস্র রহস্যে মাখা ঝরনাধারা
কিছু হাসিতে যেন তুমি অভিমানী মেয়ে
কিছু হাসিতে যেন ঝরে যাই সব সুর বেয়ে
মাঝে মাঝে হাসো তুমি ছাড়িয়ে সকল আভা।


বুঝি না আমি,
মাঝে মাঝে তোমার শুখনো ঠোঁটের  হাসির ভাষা
চকিত চোখে শুধু আমার চেয়ে থাকা,
কিছু হাসিতে থাকে তোমার দুষ্টুমি মাখা
মাঝে মাঝে আবার দেখা যায় ওই হাসিতে
কষ্টের রেখা।


রচনাকাল :
২১-০৮-২০১৭
১২:১২ পি,এম.