এখন গভীর রাত একাকী র্নিঘুম চোখ
     চারদিক থমথমে নিথর,
       জোছনাস্নাত চারপাশ
    মনের জানালায় উঁকি মারছো তুমি
   গাছের পাতায় লুকোচুরি খেলছে চাঁদ।
মাঝে মাঝে জোছনা ঠিকরে পড়ছে জানালা দিয়ে,
নির্ঘুম চোখে আকাশের দিকে তাকিয়ে,
      অপলক দৃষ্টিতে তাকিয়ে,
শত আলোক বর্ষ দূরের  নক্ষত্রের মাঝে তোমাকে
     খুঁজার ক্লান্তিহীন প্রচেষ্টা ,
যদিও ক্ষীণ আলোটুকু মেঘের আড়ে
ঢেকে গেছে অনেক আগে,
তবুও আমার অতন্দ্র প্রয়াস নিয়ে
      ভাবছি তোমার কথা!!!