উর্বশী, কি করছো?
এখনোও ঘুমোওনি জানি
তাই চুপি চুপি এই গভীর রাত্রে শুয়ে
বলি, "শোনো"
আমি সৌরতারাই ছাওয়া এক আকাশের নিচে
    কোমলহীন কোন বিছানায়,
সাথে সূক্ষ্মজাল রাত্রির মশারি,
     ঘুমহীন বন্ধ চোখ,
হারিয়েছে তোমায় নিয়ে কল্পনায়।


তোমার সুখের কান্নার বৃষ্টিতে আজ
         শহর ভিজেছে
কোমল স্পর্শে তোমার
    ভিজেছে আমার এই বুক,
তোমার চোখ জুড়ে যেন মেঘ অভিমান
চাইছো অন্তহীন ভালবাসা,
            আর সীমাহীন সুখ।
তোমার ঐ ফর্সা গালে যেন,
এই বর্ষা রাতে
রংধনুর প্রতিচ্ছবি আঁকা,
প্রেম বরষায় ভিজিয়েছ মন,
তবে সুখের দরজায় কেন
            তোমার দাঁড়িয়ে থাকা?
তোমার ভীত দীর্ঘ নিশ্বাস,
আর মায়াবী চোখের চাহনিতে যখন
মাতাল আমার এই মন,
হঠাত্ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোত্স্না,
দেখি উর্বশী তুমি নেই,
            নেই বৃষ্টিস্নাত সেই ক্ষণ।


২২-১০-২০১৭