হে অমর,হে চির দুর্বার।
তোমার মহান কণ্ঠে বাজলো
    ঘোষণা স্বাধীনতার।


তোমার সেদিনের সেই ভাষণ, ভরিয়ে দিল মন।
ছুটে চলে গেল বীর,দেশ মাতাকে মুক্ত করবো
মনে সে করলো স্থির।


তোমার সেদিনের সেই মহান শপথ খানি
বীর বাঙালীকে কাছে আনলো টানি
             স্বাধীন করলো,রক্ষা করলো
                ঘুচে গেল সব গ্লানি।


তোমার সেদিনের সেই মন্ত্র,শুনে লাগে দুর্দান্ত
মনে হয় যেন ছুটে চলে যাই
       পাড়ি দেই অসীম প্রান্ত।


শত্রুকে আমি ঘায়েল করি
          শুনে আমি এই মন্ত্র
আহা! যার মতো আর শক্তিশালী
         দুনিয়াতে নেই যন্ত্র।


তোমার এই দুর্বার শপথ খানি
       সাহস দিয়েছে জানি।
সহজ করেছে যুদ্ধ
       বিজয় এনেছে  টানি।


কে  এই মহান নেতা?
কার এতো অবদান?
       তিনি হলেন শ্রেষ্ঠ বাঙালী
       শেখ মুজিবুর রহমান!!!