পৃথিবীতে  মোরা সবাই মানুষ
     মুসলিম কিবা বৌদ্ধ।
রক্তে-মাংসে নেই কোনো ভেদ,
     নেই  কোনো পার্থক্য।


সকলে মোরা ভাই ভাই  আর
    অপরের সমকক্ষ।
সকলের সুখে হাসবো মোরা,
    কষ্টে পাবো দুঃখ।


সকলের তরে বাজি  রেখে প্রাণ,
     ক্ষুধায় জোগাবো অন্ন।
স্মরণে রাখবো খোদার বিধান,
   শ্রেষ্ঠ করবো গণ্য।(মানুষ সৃষ্টির সেরা জীব)


বিপদে তাকে পাশে দাঁড়াব,
     জাগাবো ভ্রাতৃত্ব।
যাতে করে আমি পারি উঠতে,
      লভিতে অমরত্ব।


হব বন্ধু, হব প্রিয় এক
চিরচেনা হাস্যোজ্জ্বল।
স্মরণে রাখবো:
"মানুষের  তরে আমরা মানুষ,
সকলের তরে সকল।"