বঙ্গমাতা মাগো তুমি,
সত্যিই খুব অপরূপ।
তোমার রূপ দেখে মাগো,
মনে বড় লাগে সুখ।


তোমার আঁচল তলে মাগো,
করি মোরা বাস।
তোমায় যত দেখি মাগো,
মেটে নাকো আশ।


তোমার স্নেহের দানে মাগো,
ধরা এত পুষ্ট।
গাছে গাছে ফল ধরে,
যা অতি মিষ্ট।


তোমার অশ্রুর নোনা জলে,
গড়া এই সাগর।
যাতে আছে মাছ আর খনিজের আঁকর।


তারি পাশে আছে এক সুন্দরবন।
যার মতো বৈচিত্রে ভরা নেই কোনো অরণ।


সুন্দরি, গড়ান,গেওয়া, গোলপাতা।
যারা আছে এই বনে, উঁচু করে মাথা।


আছে অনেক পাখি আর বেঙ্গল টাইগার।
যার মত পাওয়া আর জুড়ি মেলা ভার।


মাছে মাছে ভরা তোমার নদী আর খাল।
তোমারই অপরূপ রূপে মাগো,
বাঙালি গর্বিত চিরকাল।