অনেক ইচ্ছা,
হারিয়ে যাবো! হারিয়ে যাবো!
কেউ একজন বাদা দেয় আর যেতে পারি না।
আর তখন, বলে বুঝানো র মতো ভাষা কেমন আমার জানা নেই।
সবাই বাজাতে পারে কত সুন্দর তাদের মনোভাব।
আমি শুধু বোকা বালকের বেশ ধরে বসে থাকি।
আর বলি বুঝাতে পারি না,
বলতে পারি না।
শুধু বলি বুজেছি,
লেখতে পারি।
আসলে আমি তাও পারি না।
আসলে এগুলো শুধু ভাব ছিলো আমার।
আর কিছুই নয়।
সবই আমার সাজানো নাটক।
আমি আসলে কিছু পারি না।
শুধু ধরতে জানি পাট,
আসলে তাও জানি না।
সবাই কেমন মনে করে সেটা তো আর আমি জানি না।
আসলে আমার কথাই ঠিক নয়।
আমার কথা বলে লাভ নেই।
বৃথা! আমি।