জীবন তো অনেক কিছু শেখায়,
তো সবাই তো আর
সব কিছু শিখে না।


তেমনি একটি বিষয়
সবাই ভালো ভাবে শিখে
তা হলো ধৈর্য।

ধৈর্য শিখে না এমন
মানুষ নেই বললেই চলে।

ধৈর্য কি আর সব কিছুতেই
ধরা যায়।


তেমনি একটি হলো কারো
জন্য অপেক্ষা করা।


মনের ধৈর্য তো অনেক ধরে
রাখা যায়।


কিন্তু মনের আবেগ কখনো
ফেলে রাখা যায় না।


আমার ধৈর্যও এখন ক্লান্ত
ধৈর্যের পিছে ছুটে।


ধৈর্য আমি তার জন্য ধরি না,
যে কিনা বলে ধৈর্য কি?