শোন...,
সময় কখনো আসেনা পিছিয়ে, একই ভুল রোজ রোজ
অন্যের কথা পরে হবে আগে নিজের বুঝ টা বোঝ


অসময়ে যদি মৃত্যু ও আসে, একাই কষ্ট বুঝবি
শেষে মনে হবে মোহ মায়া সব, সত্যি নয়তো কুছভি
বেকার ভাবনা, জাবর-যাবনা, শুধুই সময় নষ্ট
পথে থাকা খাওয়া... শোয়া আসা যাওয়া,
অথচ নিজেই পথভ্রষ্ট


বাস্তব টা কে বোঝ,
সামনে দাঁড়িয়ে আয়নার শুধু নিজের মুখ টা খোঁজ...
অন্যের কথা পরে হবে আগে নিজের বুঝ টা বোঝ।