তুমি দূরে, আরো দূরে চলে যাবে তাই
আমি ভয় পাই সরে আসি পিছিয়ে
শুধু একা একা দেওয়ালে র লেখাতে
দেখি ক্ষত গুলো বার বার খতিয়ে


কথা বেশি আর বাড়াবো না থাক ছাই
আপাতত শেষ এখানেই যত সব
তুমি বহুদিন পরে কোনো একদিন
ঠিকই টের পাবে যাবতীয় অনুভব


যত খুশি পারো আরো দূরে দূরে যাও
চলে যেতে পারো সীমানা টা পেরিয়ে
দ্বিধা-দ্বন্দ্বে র শেষ নেই কোনোদিন
কি হবে ক্ষমা আর এত শাস্তি দিয়ে


একা পথে হাঁটা অভ্যাস আছে তাই
ঠিকই শেষ হবে এই রাজ পথটাও
আমি বুঝে নেব নিজেরটা নিজেকেও
তুমিও নিজেরটা বুঝে নিয়ে চলে যাও...