তোমার ঠোঁটের পাশে ছোট্ট-খানি তিল
ঐ যে তোমার ঠোঁটের পাশে ছোট্ট-খানি তিল,
যেন রাতের আকাশে ঝলমল এক তারার ঝিলমিল।
তোমার হাসির মাঝে লুকিয়ে থাকে সেই মায়া,
তিলের ছোট্ট বিন্দুতে আঁকা এক প্রেমের ছায়া।
তোমার ঠোঁটের হাসি, তাতে মিশে আছে স্বপ্নের ভাষা,
তিলের ছোঁয়ায় যেন পূর্ণ হয় জীবনের আশা।
যখনই তোমায় দেখি, মন হারায় নিজের ঠিকানা,
তোমার সেই তিলের মাঝে পাই ভালোবাসার নিদর্শনা।
তোমার রূপের ছোঁয়া, তিলের মিষ্টি ঐ চিহ্ন,
আমার হৃদয়ে তৈরি করে অদ্ভুত এক স্পর্শের অনুভব।
তোমার চোখের চাহনি, ঠোঁটের নীরব গান,
তিলের সেই ছোট্ট বিন্দুতে আমি খুঁজে পাই জীবনের মান।