তোমার চোখে হারিয়ে যায় সব পৃথিবীর আলো,
নিশীথের তারার মাঝে তোমাকেই দেখি ভালো।
তোমার হাসিতে মিশে আছে রূপকথার ছোঁয়া,
তোমায় দেখলে মনে হয়, স্বর্গ যেন হাতের কাছে পাওয়া।
তোমার চুলে জড়ানো রাতের অন্ধকারের মায়া,
যেন ঘুমের মাঝে ঘনিয়ে আসে স্বপ্নের ছায়া।
তোমার ঠোঁটের হাসি এক নদীর মত নীরব বয়ে চলে,
যা দেখি আর শুনি, তা শুধু তোমার মনেরই কথা বলে।
তোমার ত্বকের কোমলতা যেন ফুলের নরম পাপড়ি,
তোমার স্পর্শে মনে হয় সব দুঃখের দিনগুলি হার মানে আজি।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তে বাঁচতে ইচ্ছে হয়,
তোমার প্রেমে আমি হারিয়ে যাই, অন্য কিছু আর চাই না কোন বয়।
তুমি আছো বলেই আমার আকাশ নীল,
তোমার ভালোবাসায় আমার পৃথিবী যে এত সুন্দর দিল।
তুমি ছাড়া আর কিছু নেই, তুমি শুধু একান্ত আমার,
তোমার চোখে দেখি আমি ভালোবাসার এক অন্তহীন পাহাড়।