বেঁচে আছি আজও তাই
অমিতাভ ভট্টাচার্য


প্রতিদিন মুছে চলি
অতীতের হতাশার দাগ
বেঁচে আছি আজও তাই
আগামীর প্রতিই সোহাগ ।
জানি রাত কেটে গেলে
অতীতও তো সরে যাবে দূরে ।
বেঁচে আছি আজও তাই
সাড়া দিই আগামীর সুরে ।
আষ্টেপৃষ্টে বাঁধে অতীতের
যত পরাজয়,
তবুও জয়ের খিদে
দুচোখের স্বপ্নই হয় ।
প্রেতেরা ব্যঙ্গ করে
বিদ্রূপে ভরে তোলে আকাশ-বাতাস
তবুও ইচ্ছেগুলো
হয় নি তো আজও হতাশ্বাস ।
এখনও হাপর জ্বলে
পাঁজরের নিভৃত কোণে,
ফিরে আসবার জেদ
কুরে খায় মনের গোপনে ।
এখনও শরীর জুড়ে বেঁচে আছে
কিছু উত্তাপ,
মৃতদের উল্লাসে
বিচলিত হওয়া জেনো পাপ ।
আগামীর ইন্ধন
চেতনায় ভরে রাখা চাই,
বেঁচে আছি আজও তাই
স্বপ্নকে ছুঁতে শুধু চাই ।