ভাষা
অমিতাভ ভট্টাচার্য


কখনও কোলাহলে
কখনও একা একা,
আমি তো একা নই
তোমার পাব দ্যাখা ।
সেই যে শুরু হলো
মুখ ফোটার দিন,
কখনও তারপরে
থাকি নি ভাষাহীন ।
কখনও এগিয়েছি
কখনও পালিয়েছি
ভুলেছি যে শপথ,
আবার ঝালিয়েছি ।
ছেড়েছি ভিটেমাটি
পুরনো সখ্য
আমাকে ছেড়ে গেছে
সবুজ স্বপ্নেরা,
কখনও হারিয়েছি
বাঁচার লক্ষ্য ।
কখনও মন জুড়ে
শোকের শীতলতা
কখনও চেতনাতে
ক্রোধের বহ্নি ।
প্রতি মুহূর্তেই
তোমাকে পাশে পাই,
আমার ভাষা তুমি--
নিত্যসঙ্গী ।
কখনও প্রগলভ,
স্রোতের মতো বুঝি
কখনও মাথা খুঁড়ে
বলার কথা খুঁজি ।
তোমাকে ভর করে
নিজের দুই পায়ে
খাদের ধার থেকে
আবার ফিরে আসা ।
মনের নিঃশ্বাস
নাড়িতে আছে বাঁধা
আমার পরিচয়
আমার ভালোবাসা ।