গ্রহণগ্রস্ত
অমিতাভ ভট্টাচার্য  


সেদিনও এমনই হঠাত্ করে
নেমে এসেছিল অন্ধকার।
গ্রহণের সময়ে বিভ্রান্ত
পাখিদের মতো
অসময়েই ঘরে ফিরেছিল
ব্যর্থ আশারা ।
পূর্ণগ্রাস ।
গাঢ় ছায়া যেন ঢেকে দিয়েছিল
আমার সমস্ত অস্তিত্বকে ।
অনেক বছর কেটে গেছে ।
সে আঁধার ভেদ করে
ঝলমলিয়ে ওঠে নি
কোনো ডায়মন্ড রিং ।


তোমাকে আর-একবার
দেখব বলে
প্রতিটি দুঃস্বপ্নের শেষে
চোখ খুলি
তোমাকে আর-একবার
শুনব বলে
আর কখনও গান শুনি নি
তোমাকে আর-একবার
কিছু বলতে চেয়ে
আমার চেতনা জুড়ে
অবিরত সংলাপেরা জন্ম নেয় ।


যেমন বেঁচে-থাকা ঝরে পড়ে
জীবনের মহাকাশ থেকে,
তেমনই তোমার চলে যাওয়া ।
নিশ্চিত না-ফেরার ঘোষণাপত্র
খোদাই করা থাকে
ফিরে যাওয়ার পথের মুখে ।
আমার গ্রহণগ্রস্ত মন
তবু আশা করে,
যদি ফিরে আসো ।