খোঁজ
অমিতাভ ভট্টাচার্য


পারো যদি খুঁজে দেখো
পুরনো তোষকটার তলায়,
কিংবা উঁচু তাকটাতে ।
কাঠের আলমারির ভেতরের
সেই বিস্মৃত ব্যাগগুলোতে দেখো একবার,
যেখানে তুমি আমার লেখা চিঠি জমাতে।


ঘরেতে না পেলে খুঁজো বারান্দায়
যেখানে এককোণে ডাঁই করে রাখা আছে
পুরনো খবরের কাগজ আর বাতিল পোশাক, সেইখানে।


সেখানেও না পেলে খুঁজো পথে নেমে,
সেই চেনা ফুটপাথে যেও।
বাহারি পাথরে আজ ভারী রূপ তার,
তবু দেখো,
যেতে পার সেই মাঠে--
যেখানে গোলাপী চাঁপারা থাকে পড়ে,
ছোটো ছোটো ঝাউ দিয়ে ঘেরা সেই
ছোটো জলাশয়,
তোমার চোখের মতো কালো জল তাতে--
খুঁজো তার পাড়ে।
অথবা সে রাজপথে--
যেখানে সাহসী প্রেম হাত ধরেছিল ।
নিমেষেই জ্বলেছিল যত লালবাতি,
থেমেছিল গাড়িদের সারি, সেইখানে।
পদাতিক যুগলের সেই পদধ্বনি মুখরিত মন,
খুঁজো সেইখানে।


অথবা সেইসব দপ্তরে যেও,
যেখানে কর্মখালি একটি বা দুটি--
শএ শএ প্রত্যাশী ভিড়ে
ছিল নিজেদের চোখ।
অথবা সেই চায়ের দোকানেতে,
প্রতিটি হতাশার শেষে এক কাপ চায়ে
ধোঁয়া ওঠা ফের কোনো আশা--
খুঁজো সেইখানে।


কোথাও না খুঁজে পেলে
একা মাঝরাতে ছাদে উঠো,
এক আকাশ তারাদের বুকে
ঠিক তুমি খুঁজে পাবে--হারানো সময়--
ছুঁয়ো তাকে কাঁপা কাঁপা হাতে,
বোলো " ভালো আছি।"