কলকাতা
অমিতাভ ভট্টাচার্য


যদিও এ শহর
নিজের বুক জুড়ে
লালিত করেছে
জনঅরণ্য,
তবুও কলকাতা
ভীষণ নিভৃতে
নিদ্রাহীন থাকে
আমারই জন্য।


যদিও বদলেছে
বাঁচার ধারাপাত
এখন এ শহর
গগনস্পর্শী
তবুও পাই তাতে
মাটির গন্ধ
চাই না মেঘ ছুঁতে
আমার দোষ কী?


যদিও এ শহর
ভীষণ শাসনেতে
ভুলেছে প্রতিবাদ
আর-এক তার নাম,
তবুও বিদ্রোহ
এখানে নাগরিক
এখনও দানা বাঁধে
বাঁচার সংগ্রাম।


যদিও কলকাতা
অধুনা হয়েছে
লুকিয়ে বাঁচবার
দারুণ ভক্ত,
তবুও রাজপথে
এখনও ছড়ানো
সাহসী জীবনের
সাহসী রক্ত।


যদিও বাঁধে তাকে
ইঁটে বা কংক্রিটে
বেনিয়া সভ্যতা
মূর্খ আধুনিক
তবুও দিনেরাতে
সড়কে ফুটপাথে
আমার কলকাতা
এখনও পদাতিক।