মানবী
অমিতাভ ভট্টাচার্য


কারুর মানসেতে
সুনীল কনিনীকা
মায়ার আলো জ্বালা
সুতনা তন্বী।
কারুর সুখ বুঝি
আত্মদহনেই
শুধুই খুঁজে চলে
আদিম বহ্নি ।
কেউ বা বাঁধা আছে
সুরের সরগমে
কারুর চাওয়া শুধু
সরলা রূপসী
কারুর প্রেম জুড়ে
বুদ্ধিবৃত্তি
হৃদয়ে দোলা দ্যায়
অচেনা বিদুষী ।
কারুর প্রেম মানে
হৃদয়ে মহাকাশ
আলোকবর্ষের
আকাশি শামিয়ানা
অতলে তলিয়েই
হয়েছে খুশি কেউ
কেউ বা ভালোবেসে
ছুঁয়েছে মারিয়ানা ।
আমিও হেঁটে চলি
সঙ্গীসন্ধানে
উজাড় হতে চায়
মনের যত কথা
শান্ত নির্জনে
শোনাতে চাই তাকে
ব্যর্থ জীবনের
গোপন কথকতা ।
মানসপট জুড়ে
শুধুই শূন্যতা
আঁকতে পারি নি তো
স্পষ্ট কোনো ছবি,
তবুও স্বপ্নতে
আমাকে শুধু শোনে
মাটির পৃথিবীর
এক সে মানবী ।